Friday, March 1, 2013

Natural Link

http://www.techtunes.com.bd/
http://www.mashpy.tk/


Html Forms tags Examples
http://www.mountaindragon.com/html/forms.htm

Medical Image DownLoad
http://www.inmagine.com
http://www.fahmy.tk/
http://www.downtr.net/
http://www.glacial.com/
http://www.medicalpracticewebsitedesign.com/
http://www.medwebs.co.uk/
http://www.crestmediamedical.com/

**********************************
All Bangla Link
---------------

http://ans.bissoy.com


http://hadis.bissoy.com/


http://bani.bissoy.com/

http://link.bissoy.com/



http://landing.entertainment-factory.com/
********************************************
********************************************


Natural beautiful :
-------------------
বিশ্বের সবচেয়ে সুন্দর নদী:
http://www.banglanews24.com/beta/fullnews/bn/270854.html


বিশ্বের ৭ ভয়ঙ্কর সেতু :
http://www.banglanews24.com/beta/fullnews/bn/276453.html

এলিয়েন না বরফবন! :
http://www.banglanews24.com/beta/fullnews/bn/281363.html

হাঁটুন ফুলের স্বর্গে :
http://www.banglanews24.com/beta/fullnews/bn/270292.html



বিশ্বের সুন্দর ১০ রাস্তা :
http://www.banglanews24.com/beta/fullnews/bn/280334.html



***************************************************************
***************************************************************
জ্ঞ্যান যেখানে সীমাবদ্ধ,
বুদ্ধি সেখানে আরষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব ।
           -কাজী নজরুল ইসলাম




কহেন কবি রবি ঠাকুরঃ
"আমরা আরম্ভ করি, শেষ করি না; অনুষ্ঠান করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি, তাহা পালন করি না; ভূরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; 

পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলে নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং আমাদের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহবল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।"

                                                             - রবীন্দ্রনাথ ঠাকুর





তোমাদের যত বড় বড় পি.এইচ.ডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন , যদি আল্লাহ ও তার রাসূলের(সা.) সাথে সম্পর্ক না থাকে তাহলে তোমরা মূর্খ , গন্ড মূর্খ ।



                                                                           … ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

////////////////////////////////////////////////////////////////////////////////////


                       তওবা : ধ্বংস করে গুনাহকে
                         দ্বীন :  ধ্বংস করেগোমরাহীকে
                         শিরক : ধ্বংস করে ঈমানকে
                        চিন্তা : ধ্বংস করে জীবনকে
                        রাগ : ধ্বংস করে বুদ্ধিকে
                       অহংকার : ধ্বংস করে জ্ঞানকে
                       মিথ্যা : ধ্বংস করে আস্থাকে
                      পরনিন্দা : ধ্বংস করে আমলকে
                      ন্যায় বিচার : ধ্বংস করে জুলুমকে
                      সদকাহ : ধ্বংস করে মসিবতকে

////////////////////////////////////////////////////

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা কু-ধারনা থেকে বেঁচে থাক, কু-ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা।
হজরত হারেস ইবনে নুমান (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি অভ্যাস আমার উম্মতের মধ্যে অবশ্যই থাকবে।
(১) লক্ষন দেখে শুভাশুভ নির্ণয় করা, (২) হিংসা করা এবং (৩)কুধারনা পোষন করা।
একটি লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! এর সংশোধন কিভাবে হতে পারে ? তিনি উত্তরে বললেন, হিংসা করলে ক্ষমা প্রার্থনা করবে, কু-ধারনা করলে তা ছেড়ে দেবে এবং লক্ষন দেখে শুভাশুভ নির্ণয় করবে, তখন নিজ কাজ থেকে বিরত থাকবেনা, বরং সেই কাজ পুরোপুরি করবে।
নেতিবাচক ধারনা মানুষকে কিভাবে বিপথে চালিত করে তার উদাহরন পবিত্র কোরআনের সূরা আল-ফাততহর ১২নং আয়াতে এরশাদ করেছেন,
বরং তোমরা ধারনা করেছিলে যে, রাসূল ও মুমিনগণ তাদের বাড়ি-ঘরে কিছুতেই ফিরে আসতে পারবেনা এবং এ ধারণা তোমাদের জন্য খুবই সুখবর ছিল। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায় ।
এ আয়াতটি হুদায়বিয়ার সন্ধির পর নাজিল হয় ।আরব বেদুঈন সম্প্রদায়ের কিছু লোক ধারণা করেছিল যে কুরাইশদের সঙ্গে যুদ্ধে আল্লাহর রাসূল ও মুমিনগণ নিহত হবেন। কিন্তু যখন দেখে, তারা ফিরে এসেছেন তখন বেদুঈনরা রাসূলুল্লাহ (সা.)- এর কাছে এসে যুদ্ধে অংশগ্রহণ না করার অজুহাত পেশ করে। তখন মহান আল্লাহ্ এ আয়াতটি নাযিল করে তাদের মুখোশ উন্মোচন করে দেন ।
নেতিবাচক ধারণা তাদের যুদ্ধ থেকে বিরত রাখে। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ নেতিবাচক ধারনা কিভাবে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে তার বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মানুষের হৃদয় ও বিবেককে অহেতুক খারাপ ধারণামুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন ।

সূরা হুজরাতের ১২ নং আয়াতে মহান আল্লাহতায়ালা এরশাদ করেছেন,মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক । নিশ্চয় কতক ধারণা গোনাহ ।...









وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ ﴿1﴾
‘ধ্বংস তাদের জন্য, যারা অগ্র-পশ্চাতে দোষ বলে বেড়ায়।’ (সূরা হুমাজাহ-১)

  সূরা আল কলম

هَمَّازٍ مَّشَّاء بِنَمِيمٍ  (11
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।  

A slanderer, going about with calumnies,  
 

  مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ  (12

যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,  

(Habitually) hindering (all) good, transgressing beyond bounds, deep in sin,  




 

 

Necessay url convert to pdf

http://www.printfriendly.com/

Using above Link paste required url then print preview then click pdf (N.B: before click pdf we can extract unnecessary image)

pdf to image converter or others

http://www.freepdfconvert.com/pdf-image

unicode and language converter Link

Google Translate
http://translate.google.com/#en/bn/Forget%20Passward


Unicode Translate
http://propedit.appspot.com/index

One or More jpg file convert to pdf file

Search : jpg file convert to pdf file

Link: http://www.convert-jpg-to-pdf.net/

select jpeg files then upload jpg then convert to pdf