Monday, August 31, 2015

wonderplugin Link ( Free version ) remove Solution ::


Search Criteria :
how-to-remove-wonderplugin-com-link-from-wonderplugin-slider

Solution Link :
http://stackoverflow.com/questions/26436352/how-to-remove-wonderplugin-com-link-from-wonderplugin-slider
http://stackoverflow.com/questions/31785905/how-to-remove-wonderplugin-com-link-from-free-wonder-plugin-slider?rq=1
http://stackoverflow.com/questions/26436352/how-to-remove-wonderplugin-com-link-from-wonderplugin-slider

Sunday, August 23, 2015

onmouseover AND onmouseout

<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=iso-8859-1" />
<title>Untitled Document</title>

<STYLE>
<!--
  tr { background-color: #DDDDDD}
  .initial { background-color: #DDDDDD; color:#000000 }
  .normal { background-color: #CCCCCC }
  .highlight { background-color: #8888FF }
//-->
</style>


</head>

<body>


<table border="0" cellspacing="0" bgcolor="#CCCCCC" cellpadding="0">
<tr>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Brand</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Dimensions</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Price</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Size</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Color</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>&nbsp;Type</b></td>
  <td bgcolor="#FFCC00" WIDTH="100"><b>Comment</b></td>
</tr>
<tr style="background-color:#CCCCCC;"
  onMouseOver="this.className='highlight'" onMouseOut="this.className='normal'">
  <td>Row A</td>
  <td>200x300</td>
  <td>$200,000.00</td>
  <td>small</td>
  <td>white&nbsp;</td>
  <td>good</td>
<td>2 doors</td>
</tr>
<tr
  onMouseOver="this.className='highlight'" onMouseOut="this.className='normal'">
  <td>Row B</td>
  <td>256x1000</td>
  <td>$232,300.00</td>
  <td>large</td>
  <td>yellow&nbsp;</td>
  <td>good</td>
  <td>nice</td>
</tr>
<tr class="initial"
  onMouseOver="this.className='highlight'" onMouseOut="this.className='normal'">
  <td>Row 3</td>
  <td>543x300</td>
  <td>$122,111.00</td>
  <td>medium</td>
  <td>yellow&nbsp;</td>
  <td>good</td>
  <td>expensive</td>
</tr>
</table>
</body>
</html>

Saturday, August 8, 2015

পুডিং




লাইফস্টাইল ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease font Enlarge font
তৈরি করুন মজাদার নানা স্বাদের পুডিং। পুষ্টিকর এবং সুস্বাদু এই পুডিংগুলো খুব সহজেই তৈরি করা যায়। ট্রাই করেই দেখুন:

যা লাগবে,
দুধ আধা লিটার, ডিম চারটি, চিনি ১০০ গ্রাম, কর্ণফ্লাওয়ার এক টেবিল চামচ, লবণ সামান্য, এলাচ দুটি, দারচিনি এক টুকরো।

প্রণালী: প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন। ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি ও কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন। মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারচিনি তুলে ফেলুন।

তৈরি: একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি বাদামী রং না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান। এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমাণমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন। বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। নরম মনে হলে আরও দুটি সিটি দিন।

তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

দই পুডিং
উপকরণ: ডিম ২টি, গুঁড়া দুধ ১ কাপ, দই ১ কাপ, চিনি ২টেবিল চামচ, পানি ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালী: প্রথমে পুডিং পাত্রে ঘি ব্রাশ করে নিন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ব্রেন্ড করে নিয়ে পাত্রে ঢেলে প্রেসার কুকারে এ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে ১০ মিনিট মৃদু আচে চুলায় রাখুন।

ঠাণ্ডা হলে একটি পাত্রে পুডিং রেখে ওপরে পছন্দমতো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ক্রিম পুডিং
উপকরণ: ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ।

প্রণালী: ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

চকলেট পুডিং
উপকরণঃ ডিম ৪টি, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, কনডেন্স মিল্ক ২ টেবিল চামচ, আধা কাপ, , পানি ১ কাপ, চকলেট পছন্দ মতো, কোকো পাউডার সামান্য।

যেভাবে তেরি করবেনঃ ডিম ফেটে নিন। চিনি দিন, গুড়া দুধ ও পানি দিন। কোকো পাউডার, চকলেট দিন। পাত্রে মিশ্রণ ঢেলে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি দিন। এবার পুডিং পাত্রটি তুলে ঢাকনা খুলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

ফেনীর বন্ধু রাসেল পুডিং এর রেসিপির অনুরোধ করেছিলেন। আপনারাও জানাতে পারেন কি কি রেসিপি দেখতে চান। আপনার তৈরি রেসিপিও ছবিসহ পাঠাতে পারেন... lifestyle.bn24@gmail.com এই মেইলে।