সুরা হাশরের
সর্বশেষ তিন আয়াত :
ফজিলত :
যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠ করার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন,তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। যেদিন এই আয়াত তিনটি পাঠ করিবে সেদিন পাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিল করিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করিবে সেও একই মর্তবা লাভ করিবে। (সুবহানআল্লাহ)
(সুনানে তিরমিজী, হাদীস নং- ২৯২২ / ৩০৯০, কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৯৭, আত তারগীব ওয়াত তারহীব, হাদীস নং-৩৭৯ , সুনানে দারেমী, হাদীস নং-৩৪২৫, শুয়াবুল ঈমান, হাদীস নং-২৫০২, মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৩০৬, মুসনাদুশ সাহাবাহ, হাদীস নং-২৯৭৯৫, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-২১৫৭)
এ হাদীসটি হাসান পর্যায়ের হাদীস।
যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠ করার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন,তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। যেদিন এই আয়াত তিনটি পাঠ করিবে সেদিন পাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিল করিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করিবে সেও একই মর্তবা লাভ করিবে। (সুবহানআল্লাহ)
(সুনানে তিরমিজী, হাদীস নং- ২৯২২ / ৩০৯০, কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৯৭, আত তারগীব ওয়াত তারহীব, হাদীস নং-৩৭৯ , সুনানে দারেমী, হাদীস নং-৩৪২৫, শুয়াবুল ঈমান, হাদীস নং-২৫০২, মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৩০৬, মুসনাদুশ সাহাবাহ, হাদীস নং-২৯৭৯৫, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-২১৫৭)
এ হাদীসটি হাসান পর্যায়ের হাদীস।
No comments:
Post a Comment