Monday, April 1, 2013

Kaja Prayer



কাজা নামাজ

ওয়াক্ত মতো নামাজ না পড়লে পরে নামাজ কাজা পড়তে হয়। নামাজ কাজা ইচ্ছাকৃতও হতে পারে। অনিচ্ছাকৃতও হতে পারে। আবার শয়তান ও নফসের
কুমন্ত্রণায়ও নামাজ কাজা হতে পারে।
যদি কারো অন্তরে এরকম বিশ্বাস থাকে যে, অবশ্যই নামাজ আল্লাহ্পাকের
হুকুম তারপরও যে নামাজ পড়ে না সে মহা গোনাহ্গার। আর যে ব্যক্তি নামাজ
আল্লাহ্তায়ালার হুকুম এ কথা অন্তরে ও মুখে স্বীকার না করে সে ব্যক্তি প্রকৃতই
কাফের।
নামাজ কাজা হলে যতো তাড়াতাড়ি সম্ভব নামাজের কাজা আদায় করে নেয়া
উচিত।
এ সম্পর্কে নিচে বর্ণিত নিয়মগুলো জেনে নেয়া প্রয়োজন।
১. যদি কোনো এক ওয়াক্তের নামাজ কাজা হয়, তবে পরবর্তী ওয়াক্তের
নামাজের আগেই কাজা পড়ে নিতে হবে। যেমন- যদি কারো এশার নামাজ অথবা
বিতির নামাজ কাজা হয়, তবে ফজরের নামাজের আগেই কাজা আদায় করে নিতে
হবে। এশা বা বিতিরের নামাজ কাজা না পড়ে ফজর পড়লে ফরজ নামাজ হবে
না।
এরকম অবস্থায় এশা ও বিতিরের নামাজের কাজা আদায় করে নিয়ে পুনরায়
ফজর নামাজ পড়তে হবে। এরকম যদি জোহর কাজা হয়, তবে আসর নামাজের
আগে, আসর কাজা হলে মাগরিবের নামাজের আগে এবং মাগরিব কাজা হলে
এশার নামাজের আগে পড়ে নিতে হবে।
২. কাজা না পড়েও ওয়াক্তিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যায় এরকম
অবস্থা ৩টি যেমন (১) কাজা নামাজ আদায় করতে গিয়ে যদি ওয়াক্তিয়া নামাজও
কাজা হবার সম্ভাবনা থাকে (২) কাজা নামাজের কথা মনে না থাকলে (৩) পাঁচ
ওয়াক্তের বেশী নামাজ কাজা হয়ে গেলে।
৩. ফজরের নামাজ পড়বার সময় কোনো ব্যক্তি যদি দেখে তার এশার
নামাজ ও বিতির কাজা আছে। অথচ এশা ও বিতির কাজা পড়ে নিয়ে ফজর
পড়তে গেলে ফজর নামাজের সময় চলে যায়, তখন সে ফজরের নামাজ পড়ে
নিলে নামাজ হয়ে যাবে।
৪. জোহরের নামাজ পড়তে পড়তে অথবা নামাজ পড়া শেষে যদি কারো
হঠাৎ মনে পড়ে তার ফজরের নামাজ কাজা ছিলো। এমতাবস্থায় তার জোহরের
নামাজ হয়ে যাবে। পরে শুধু ফজরের কাজা পড়তে হবে।
৫. যদি কারো পাঁচ ওয়াক্তের বেশী নামাজ কাজা হয়ে যায় তখন কাজা
নামাজ আদায় না করেও যদি কেউ ওয়াক্তিয়া নামাজ পড়তে থাকে, তবে তার
নামাজ হয়ে যাবে। তবে কাজা নামাজ এভাবে ফেলে না রেখে যত তাড়াতাড়ি
পারা যায়, আদায় করে নিতে হবে।

. কাজা হওয়া নামাজের শুধু ফরজ এবং বিতিরের কাজা পড়তে হয়। সুন্নত
নামাজের কাজা পড়তে হয় না।
শুধু ফজরের নামাজের কাজা দুপুরের আগে
পড়লে সুুন্নতেরও কাজা আদায় করে নেয়া উচিত। যদি জোহরের ওয়াক্ত এসে
যায়, তবে শুধু ফরজের কাজা পড়ে নিবে।

৭. যদি কেউ জুমআর নামাজ না পায়, তবে তাকে জোহর পড়ে নিতে হবে।
যদি ঈদের নামাজ না পায়, তবে কাজা পড়তে হবে না।
৮. জোহরের ফরজের জামাতে শামিল হওয়ার জন্য যদি কেউ চার রাকাত
সুন্নত নামাজ পড়ার সময় না পায়, তবে জামাত শেষে দুই রাকাত সুুন্নতের পর
বাদ পড়ে যাওয়া চার রাকাত সুন্নত পড়ে নিতে পারবে।
৯. যদি ফজরের জামাতে শামিল হতে গিয়ে কারো ফজরের দুই রাকাত
সুন্নত বাদ পড়ে যায়, তবে বেলা ওঠার পরে বাদ পড়ে যাওয়া সুন্নত পড়ে নিতে
পারবে।
১০. নফল নামাজ শুরু করার পর যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তবে এই
নামাজের কাজা পড়তে হবে। কারণ নিয়ত করে নফল শুরু করলে তা আদায় করা
ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব নামাজের কাজাতো আদায় করতেই হবে।

No comments:

Post a Comment